প্রথমে আপনার কি হারিয়েছে সেই সংক্রান্ত একটি জিডি লিখবেন।
নিয়ম টি হলো।
বরাবর,
অফিসার ইনচার্জ
শাজাহানপুর থানা, বগুড়া।
বিষয়ঃ হারানো সংক্রান্তে সাধারন ডায়রীর আবেদন।
জনাব
নিবেদন এই যে আমি মোঃ/মোছাঃ......................পিতা/স্বামী......................গ্রাম................থানা.....................জেলা...................এই মর্মে সাধারণ ডায়রীর আবেদন করিতেছি যে ইং...........তারিখ সকাল/বিকাল/সন্ধ্যা ........ঘটিকার সময় বাসা বা অফিস হইতে বাহির হইয়া বাজারে বা ব্যাংকে বা দোকানে যাওয়ার সময় আমার নিজ নামীয় ভোটার আইডি কার্ড বা ব্যাংকের চেকের পাতা বা পরীক্ষার সনদপত্র বা মুল্যবাদ দলিল ইত্যাদি সিএনজি বা গাড়ী যোগে যাওয়ার পথে হারিয়ে যায়। যাহার আইডি নম্বর বা চেকের পাতা নং বা পরীক্ষার সনদপত্রের রেজিষ্টেশন নং/রোল নম্বর/পরীক্ষার সাল/সেশন/শিক্ষা বর্ষ/ দালিল নম্বর উল্লেখ পূর্বক হারিয়ে যায়। যায় অনেক খোজাখুজি করিয়াও পাওয়া যায় নাই।
অতএব, হারানো সংক্রান্ত বিষয়টি সাধারণ ডায়রী করিতে মর্জি হয়।
নিবেদন
নাম
মোবাইল নম্বর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস